পুথি দিয়ে বানানো হচ্ছে হাতব্যাগ, ব্রেসলেট, বিভিন্ন ফল প্রভৃতি। প্রাথমিকভাবে হস্তশিল্পের এসব কাজ শুরু করেছেন বন্দীরা। আটজন বন্দী কয়েক মাস আগে থেকে একাজে সম্পৃক্ত হন। একেবারে বাণিজ্যিকভাবে শুরু না হলেও এখানে স্বল্প পরিসরে চলছে এসব তৈরির কাজ। কারাগারের ভিতর এসব পণ্য বিক্রি ও প্রদর্শনীর জন্য খোলা হয়েছে একটি কেন্দ্র। এদিকে নিরক্ষর বন্দীরে সাক্ষরজ্ঞানসম্পন্ন করতে এবং আরবি পড়াশোনায় আগ্রহীদের জন্য খোলা হয়েছে পৃথক দুটি শিক্ষা কেন্দ্র। অব্যবহৃত দুটি কক্ষ উপযোগী হিসেবে গড়ে তুলে সেখানে পবিত্র কোরআন শরিফ এবং নিরক্ষর বন্দীদের পড়াশোনার কাজে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া করা হচ্ছে একটি লাইব্রেরিও। কারাগার সূত্র জানায়, জেলা কারাগার সূত্র জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পড়ানো হয় আগ্রহী বন্দীদের। এদের মধ্যে ৪০ জন বাংলা এবং ৩০ জন আরবি শিখছেন। ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক আরবি এবং বাংলার জন্য বন্দীদের মধ্য থেকে শিক্ষিত একজনকে দিয়ে পড়ানো হয়। কারুপণ্য উৎপাদনে নিয়োজিত হয়েছেন অন্তত আটজন বন্দী। এর মধ্যে ছয়জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তারা পুথি দিয়ে তৈরি করছেন ব্রেসলেট, ব্যাগ, আঙুর, আপেল প্রভৃতি। জেলা কারাগারের সুপার মুশফিকুর রহিম জানান, ভিতরে অনেকে আছেন যারা স্বাক্ষর করতে পারেন না, তাদের নিরক্ষরমুক্ত করা এবং যারা পবিত্র কোরআন শরিফ পড়তে চান তাদের জন্যও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে প্রার্থনা স্থল। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, কারাগারে ইতিমধ্যে কারুপণ্য বিক্রির জন্য একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখান থেকে যে কেউ কিনতে পারবেন যদিও স্বল্প আকারে। তিনি বলেন, আমরা বন্দীদের উদ্বুদ্ধ করছি যাতে করে এ কাজে বেশি বেশি সম্পৃক্ত হয়ে আর্থিকভাবে লাভবান হতে পারেন। এ ছাড়া জেলখানায় আসার পর মানুষ অনেক কিছু অনুভব করেন, সে ক্ষেত্রে নৈতিকতা শেখার জন্য শিক্ষাগুলো কাজে আসবে। কারণ জেলখানা তো সংশোধনাগার।
শিরোনাম
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
কারাগারে নিরক্ষর বন্দীদের জন্য পাঠশালা
নীলফামারী
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর