বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএসএফের গুলিতে কৃষক আহত

কুষ্টিয়া প্রতিনিধি

বিএসএফের গুলিতে কৃষক আহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে গাজী (৩২) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। তিনি বিএসএফের তত্ত্বাবধানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। দৌলতপুর উপজেলার ছলিমেরচর সীমান্তে গতকাল এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কৃষক ওই এলাকার নিয়ামত আলীর ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ছলিমেরচর এলাকার কৃষক গাজী, রুবেল ও সাহাবুল সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশি ভূ-খন্ডে নিজ জমিতে ফসল কাটছিলেন। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার মুরাদপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে গাজী পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি একজন আহত হয়েছেন। তিনি ভারতে চিকিৎসাধীন বলে জানতে পেরেছি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর