বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

ওয়ার্ড সম্মেলন পন্ড

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্রে করে গতকাল সকালে দুপক্ষের  সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। স্থগিত হয়ে গেছে সম্মেলন। আহতদের ভাঙ্গা ও মুনসুরাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে মুনসুরাবাদ বাজারের দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন জানান, তিনিসহ উপজেলার নেতারা সম্মেলন স্থানে পৌঁছানোর আগেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মুনসুরাবাদ বাজারে হামিরদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল। সম্মেলন কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীরা দুভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষের নেতৃত্বে মুনসুরাবাদ গ্রামের আজিম মিয়া ও অপরপক্ষের নেতৃত্বে একই গ্রামের বাবর আলী। সম্মেলন চলাকালে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়।

সর্বশেষ খবর