বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
২০৮ হেক্টর জমিতে ফুল আবাদ

টার্গেট তিন দিবস

ঝিনাইদহ প্রতিনিধি

টার্গেট তিন দিবস

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এ বছর ১০০ হেক্টর জমিতে ফুল আবাদ হয়েছে। আসন্ন ‘বিশ্ব ভালোবাসা দিবস’, ‘পয়লা ফাল্গুন’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ কালীগঞ্জের চাষিরা ২ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট নিয়েছেন। বর্তমানে তারা খেতে ফুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরসূত্রে জানা গেছে, চলতি বছর জেলার ছয় উপজেলায় ২০৮ হেক্টর জমিতে বিদেশিসহ বিভিন্ন জাতের ফুলের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু কালীগঞ্জ উপজেলায় ফুলের আবাদ হয়েছে ১০০ হেক্টর জমিতে। জেলার সবচেয়ে বড় ফুল চাষি কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের টিপু সুলতান জানান, তিনি ত্রিলোচনপুরের মাঠে ১৫ বিঘা জমিতে ফুলের আবাদ করেছেন। আসছে বিশ্ব ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি একাই ১০-১৫ লাখ টাকার ফুল বিক্রি করতে পারবেন। তিনি দাবি করেন, চলতি বছর ঝিনাইদহ থেকে তিন দিবসে দুই থেকে আড়াই কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা রয়েছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃপাংশু শেখর জানান, উৎপাদন ব্যয় কম ও লাভ বেশি হওয়ায় কৃষক ফুল চাষে আগ্রহী হচ্ছেন। বালিয়াডাঙ্গার গোপীনাথপুর গ্রামের ফুল ব্যবসায়ী শুকুর আলী জানান, তিনি চাষিদের কাছ থেকে সরাসরি ফুল কেনেন। শুকুর বলেন, কালীগঞ্জের বিভিন্ন এলাকার আবাদ করা ফুল যাচ্ছে ঢাকা, চট্টাগ্রাম, সিলেট, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, বরিশাল, সিরাজগঞ্জ, নওগাঁ, ফরিদপুর, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায়। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম বলেন, ‘ঝিনাইদহের মধ্যে কালীগঞ্জ উপজেলায়ই ফুল চাষ বেশি হয়। আমরা কৃষি বিভাগ থেকে ফুল চাষিদের সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর