বগুড়ায় বসুন্ধরা টিস্যুর ট্রেড স্কিম-২০১৯ উদযাপন উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ হয়েছে। জেলা শহরে একটি মোটেলে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, গাইবান্ধার ৩৫০ জন ব্যবসায়ীকে নিয়ে গতকাল অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এআরকে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বসুন্ধরা টিস্যু হাইজিন খাতা ও কাগজের পরিবেশক আতাউর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা টিস্যুর ডেপুটি জেনারেল ম্যানেজার ইমদাদুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাজু আহম্মেদ, খাইরুল ইসলাম, রবিন রায়। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় প্রতি বছর ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ করে। বসুন্ধরা জীবাণুমুক্ত টিস্যু। এটি বিশ্বের ১৯ দেশে রপ্তানি হচ্ছে। পরে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।