সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘কাঁশি যক্ষ্মার প্রধান লক্ষণ’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে যক্ষ্মা রোগ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. পারভেজ সোহেল রানা।

তিনি বলেন, ‘এক নাগারে দুই সপ্তাহ বা তার অধিক সময় কাঁশি যক্ষ্মার প্রধান লক্ষণ। দেশে বছরে প্রতি লাখে ২২১ জন নতুন করে যক্ষ্মায় আক্রান্ত হন। আর প্রতি বছর প্রতি লাখে যক্ষ্মার কারণে মারা যান ৩৬ জন। বাংলাদেশকে যক্ষ্মামুক্ত করতে হলে চাই সামাজিক আন্দোলন।’

এমএ জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। স্বাগত বক্তব্য রাখেন কাশী কুমার দাস। যক্ষ্মা বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন মোকাররম হোসেন, ইসমাইল, আলেয়া বেগম, দীপ্ত সাহা ও শুভ কুমার দাস।

সর্বশেষ খবর