খুলনায় আগুনে পুড়ে অজ্ঞাত (৬০) পরিচয় ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে মহানগীর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
একই রাতে দিঘলিয়া উপজেলার জামান জুট মিল এবং মহানগরীর পশ্চিম রূপসায় অগ্নিকান্ডে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
দমকল বাহিনী ও এলাকাবাসী জানায়, রাত ১২টার দিকে হরিণটানা শ্মশানঘাট এলাকায় ওই ভিক্ষুকের কুঁড়েঘরে আগুন লাগে।
খবর পেয়ে খুলনা সদর দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরে বৃদ্ধার মৃতদেহ পাওয়া যায়। এর কিছুক্ষন পরে রূপসা কোকাকোলা গুদামের পাশে অগ্নিকান্ডে ১০টি কাঠের দোকান পুড়ে যায়। এছাড়া রাত দেড়টার দিকে দিঘলিয়া উপজেলার জামান জুট মিলে আগুন লাগে।