মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড যাবজ্জীবন ১১

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মুক্তিপণ আদায়ের ঘটনায় সৃষ্ট দ্বন্দ্বের জেরে নিজ গ্যাংয়ের সদস্যকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন- সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের নফছের আলীর ছেলে জগো (৪৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ইলাম মন্ডল, বাদশা, আমিরুল ইসলাম, আসাদুল, শহিদুল ইসলাম, আলিম, বাবলু, রহমত, মিজানুর রহমান, আলী হোসেন ও ইউনুস আলী। এরা সবাই কুষ্টিয়া ইবি থানা এলাকার বাসিন্দা। এ ছাড়া দৌলতপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত হলেন- উপজেলার আল্লারদর্গা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রানা হোসেন এবং সোহেল রানার স্ত্রী বেলী খাতুন।

সর্বশেষ খবর