বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিডিউল বিপর্যয়ে যাত্রী ভোগান্তি

বেনাপোল এক্সপ্রেস ট্রেন

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় চরমে পৌঁছেছে। শুরুর দিকে ট্রেনটি বেনাপোল ছাড়ার পর যশোর এবং ঈশ্বরদীতে থামত। এখন থামে প্রতিটি স্টেশনে। এমন কি বেনাপোল এক্সপ্রেস দাঁড়িয়ে থেকে লোকাল ট্রেনকে পার করে দেয়। ৮ ঘণ্টায় ঢাকা-বেনাপোল যাতায়াতের কথা থাকলেও কোনোভাবেই ১২ ঘণ্টার কমে পারছে না। সকাল ৮টায় বেনাপোল পৌঁছানোর কথা, কিন্তু কোনো দিন বেলা ১২টায় গিয়ে ঠেকে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক  সামসুজ্জামান এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি তার জানা ছিল না, তিনি দেখবেন। বুধবার ছাড়া সপ্তাহে ছয় দিন রাজধানীর কমলাপুর থেকে রাত ১১টা ১৫ মিনিটে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর এই ট্রেনটি। প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছার কথা। কিন্তু প্রায় দিনই দুপুর গড়িয়ে যায়। ফলে কলকাতাগামী অনেক যাত্রী সঠিক সময় পৌঁছতে পারেন না। অনেকে ডাক্তারের সিরিয়াল               দেওয়া থাকলেও ট্রেন দেরি হওয়ার কারণে সিরিয়াল মিস করছেন। বেনাপোল এক্সপ্রেসের এই বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-কলকাতা রুটের অনেক যাত্রী।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি প্রতিদিন বেলা সাড়ে ১১টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা। কিন্তু ছাড়ে দুপুর সাড়ে ১২টায়। আবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু সঠিক সময় ছেড়ে যেতে পারে না। এভাবে প্রতিদিন শিডিউল বিপর্যয়ে শিকার হতে হয় ঢাকা-বেনাপোল এক্সপ্রেসের যাত্রীদের।

সর্বশেষ খবর