বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

কলেজের গেট ভেঙে চারজন নিহতের ঘটনা তদন্তে কমিটি

সিরাজগঞ্জ প্রতিনিধি

কলেজের গেট ভেঙে চারজন নিহতের ঘটনা তদন্তে কমিটি

ধসেপড়া কলেজ গেট -বাংলাদেশ প্রতিদিন

সিরাজগঞ্জের তাড়াশে কলেজ বাউন্ডারির নির্মাণাধীন ফটক ধসে পড়ে ৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী ফজলে রাব্বীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান ও উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া। অন্যদিকে কলেজের অধ্যক্ষকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন গাবরগাড়ি গ্রামের নিহত তোজাম্মেল হকের জামাতা আবদুস সাত্তার। মামলায় অধ্যক্ষ ছাড়াও আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ জানান, তাড়াশের দুর্ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাড়াশ থানার ওসি মাহবুবুর রহমান জানান, মামলায় কলেজ অধ্যক্ষকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।  প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী কলেজের নির্মাণাধীন ফটক ভেঙে ৪ জন নিহত হন এবং আহত হন অন্তত ৫ জন।

সর্বশেষ খবর