বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

হাত ধোয়ার ব্যবস্থা করলেই পানির বিল অর্ধেক

ময়মনসিংহ প্রতিনিধি

বাড়ির মালিকরা নিজস্ব ব্যবস্থাপনায় ভবনের সবার জন্য হাত ধোয়ার ব্যবস্থা করলে পানি বিলের ৫০ ভাগ মওকুফের ঘোষণা দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। করোনাভাইরাস প্রতিরোধে সব বাড়িওয়ালাকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র ইকরামুল হক টিটু। গতকাল নগরীর জিলা স্কুল মোড় এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক এবং ফুটপাথে জীবাণুনাশক মিশ্রিত পানিবাহী গাড়ির কার্যক্রম পরিদর্শনের সময় এমন ঘোষণা দেন সিটি মেয়র। তবে হাত ধোয়ার স্থানটির ছবি তুলে প্রমাণ হিসেবে দাখিল করতে হবে বলে জানান মেয়র টিটু। এ সময় তিনি আরও জানান, ইতিমধ্যে ৩৩টি ওয়ার্ডের দুই শতাধিক পয়েন্টে হাত ধোয়ার জন্য পানি ও সাবানের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর