সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

কৃষি জমির মাটি কেটে ভাটায় দেখা দিয়েছে ভাঙন

নাটোর প্রতিনিধি

কৃষি জমির মাটি কেটে ভাটায় দেখা দিয়েছে ভাঙন

নাটোরের গুরুদাসপুরে কাটা হচ্ছে কৃষি জমি -বাংলাদেশ প্রতিদিন

গুরুদাসপুরে তিন ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। গভীর করে মাটি সংগ্রহের কারণে পাশের তিন ফসলি জমি ভেঙে পড়ছে গর্তে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষি জমি থেকে ইটভাটায় মাটি সংগ্রহ বন্ধের দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

কৃষকদের অভিযোগ, উপজেলার মধ্যমপাড়া এলাকার একটি ভাটা মালিক ইট তৈরির জন্য দেড় বিঘা কৃষি জমিতে পুকুর খনন করে মাটি সংগ্রহ করছেন। এতে পাশের দুই কৃষকের পাঁচ বিঘা জমি ভাঙনের কবলে পড়েছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, তাদের জমিতে তিনটি ফসল ফলে। এ দিয়ে চলে তাদের সংসার। পাশে প্রায় ১৫ ফুট গভীর করে পুকুর খনন করে ইটভাটায় মাটি সংগ্রহ কারায় জমি ভাঙনের মুখে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল করিম জানান, কৃষি জমিতে পুকুর খনন করে মাটি সংগ্রহের নিয়ম নেই। এ ধরনের কর্মকান্ডের ফলে নষ্ট হবে কৃষি জমি, ব্যাহত হবে ফসল উৎপাদন। ইটভাটা মালিক জহুরুল ইসলাম বলেন, ‘খননযন্ত্রের চালকরা পাড় না রেখেই পুকুর খনন শুরু করেছিলেন। পরে পাড় রেখে খনন কাজ চলছে।’ ইউএনও তমাল হোসেন জানান, কৃষি জমিতে পুকুর খনন বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর