বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মানসিক ভারসাম্যহীনদের খাবার দিচ্ছে ‘টিম-১৯’

পঞ্চগড় প্রতিনিধি

মানসিক ভারসাম্যহীনদের খাবার দিচ্ছে ‘টিম-১৯’

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মানসিক ভারসাম্যহীনদের খাবার সরবরাহ করছে টিম-১৯ নামে তরুণদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনায় উপজেলার সব খাবারের দোকান বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়ে এই জনগোষ্ঠী। টিম-১৯ তাদের খাবার সরবরাহ শুরু করলে এগিয়ে আসে উপজেলা প্রশাসন।

সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় মানুষিক ভারসাম্যহীন মানুষের সংখ্যার সঠিক হিসাব নেই। উপজেলা প্রশাসনের সূত্রমতে প্রায় ১০০ জন ভারসাম্যহীন মানুষ রাস্তা-ঘাট, হাট-বাজার, দোকানের বারান্দা বা খোলা আকাশের নিচে দিন পার করছেন। হোটেল, রেস্টুরেন্ট বা খাবারের দোকানগুলো নিজ উদ্যোগে এদের খাবারের ব্যবস্থা করত। বর্তমানে সারা দেশে সাধারণ ছুটি চলায় এবং জনসমাবেশ এড়াতে বন্ধ রয়েছে হাট-বাজারসহ খাবারের দোকান। এতে রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন মানুষ খাবার সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে উপজেলা শহরের কিছু তরুণ তাদের খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নেন। টিম-১৯-এর আহ্বায়ক সাব্বির হোসেন রকি জানান, শুরুতে নিজেরাই চাঁদা তুলে খাবার সংগ্রহ শুরু করি। পরে ইউএনও এগিয়ে আসেন। ইউএনও (ভারপ্রাপ্ত) মাসুদুল হক জানান, মানুষিক ভারসাম্যহীন মানুষরা বর্তমানে অসহায়। তাদের দুই বেলা খাদ্য পৌঁছে দিচ্ছে টিম-১৯। তাদের এ উদ্যোগ যাতে স্থায়ী হয় এ জন্য কাজ করছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। এদিকে পঞ্চগড় জেলা শহরে মানুষিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষদের খাবার পৌঁছে দিচ্ছেন সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। বাড়িতে খিচুড়ি রান্না করে তিনি শহরে এমন মানুষ খুঁজে খুঁজে খাবার পৌঁছে দিচ্ছেন। গতকাল থেকে তিনি এই কর্মসূচি হাতে নিয়েছেন।

সর্বশেষ খবর