রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
ঝিনাইদহে খাদ্য সহায়তা অপ্রতুল

অনেকেই থাকছেন অনাহারে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিটি গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ২০/২২টি পরিবারকে দেওয়া হয়েছে। কোনো কোনো গ্রামে মাত্র দুটি পরিবার  ত্রাণ পেয়েছে। যেখানে চাহিদা রয়েছে ১০০টিরও বেশি। তাছাড়া জেলা প্রশাসনের মাধ্যমেও ত্রাণ দেওয়া হচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলার ফকিরাবাদ গ্রামে জেলা প্রশাসন একবার ১৫টি পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে। সেটি পর্যাপ্ত নয়। ওই গ্রামের অধিকাংশ মানুষ শ্রমজীবী। তারা দিন আনে দিন খায়। ওই গ্রামের কিছু পরিবারের সদস্যরা অর্ধাহারে ও অনাহারের মধ্যে দিন কাটাচ্ছে।

পাশর্^বর্তী রাজাপুর, বাড়ীবাথান, বানিয়াকান্দর গ্রামেও ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। এমনিভাবে ঝিনাইদহের অধিকাংশ গ্রামের একই অবস্থা। উপজেলার নির্বাহী কর্মকর্তা  মো. বদরুদ্দোজা শুভ জানান পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে দেওয়া হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখব। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বরাদ্দ দিচ্ছে সীমিত। চাহিদা যেখানে এক হাজার দেওয়া হচ্ছে মাত্র ২০০। সেক্ষেত্রে আমরা কাকে রেখে কাকে দিব।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর