শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটী গ্রামের এম এইচ সি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন দাবিতে গতকাল বিক্ষোভ করেছে। এ সময় তারা ঢাকা-শ্রীপুর সড়ক অবরোধ করেন। ‘আমরা ভিক্ষা চাই না, কাজের পারিশ্রমিক চাই’ এ স্লোগান দেন। শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না তারা। চলমান করোনা দুর্যোগে তাদের ঘরে খাবার নেই। বাড়িওয়ালারা ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। এলাকায় ত্রাণ দেওয়া হলেও বাইরের জেলার ভোটার হওয়ায় ত্রাণও পাচ্ছেন না। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরার উপক্রম হয়েছে। কয়েকদিন ধরে বেতন-ভাতার দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো শ্রমিকদের হুমকি দেওয়া হয়েছে। কারখানার উপ-মহাব্যবস্থাপক এম ইদ্রিস আলী জানান, দুপুরে কারখানার নীতিনির্ধারক মহলের লোকজন ঘটনাস্থলে এলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে কারখানার ভিতরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। আগামী ২২ এপ্রিল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিকদের নির্যাতন বা হুমকি ধমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়। অপরদিকে, মুলাইদ এলাকার হাসিন সোয়েটার কারখানার শ্রমিকরা অভিযোগ করেন, কয়েকদিন আগে কারখানা কর্তৃপক্ষ তাদের বিকাশ হিসাব খুলতে বলেন। তারা সে অনুযায়ী হিসাব খুলে কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে বৃহস্পতিবার রাতে তাদের স্ব স্ব বিকাশ হিসাবে টাকা জমা হবে বলে কর্তৃপক্ষ ওইদিন জানিয়ে দেন। কিন্তু শুক্রবার অবধি বিকাশ হিসাবে টাকা জমা না হওয়ায় শ্রমিকরা ৯টার দিকে কারখানার সামনে গিয়ে কারখানা বন্ধ এবং বিকাশ হিসাবে টাকা পাঠানো হয়েছে বলে নোটিস দেখতে পান। ওই সময় কারখানায় কোনো কর্মকর্তা-কর্মচারী ছিলেন না বলে জানান শ্রমিকরা। এ সময় শ্রমিকরা সেখানেই বিক্ষোভ শুরু করেন। শিল্প পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শিরোনাম
- মার্চে নেপালে নির্বাচন
- শপথ নিলেন সুশীলা কার্কি, নেপালে নতুন ইতিহাস
- ইন্দোনেশিয়ার বন্যায় মৃত বেড়ে ২৩
- ওমানকে উড়িয়ে এশিয়া কাপে দারুণ শুরু পাকিস্তানের
- রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
- ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব
- ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
- নিষেধাজ্ঞা প্রত্যাহার, ডাগআউটে ফিরছেন ফ্লিক
- খুলনায় অবৈধ অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
- তিন দফা দাবিতে খুলনায় প্রকৌশলী শিক্ষার্থীদের মহাসমাবেশ
- খালিয়াজুরীতে স্পিডবোট ডুবে চার শিশু নিখোঁজ
- খেলাধুলা শুধু বিনোদন নয়, জাতির প্রাণশক্তিও: ফারুক-ই-আজম
- অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার
- জাতীয় নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কোনো প্রভাব ফেলবে না : দুলু
- পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩৭৯৭ মামলা, জরিমানা ২৬ কোটি
- ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার
- নুরাল পাগলের দরবারে হামলার এক সপ্তাহ পর ওসির বদলি
- কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে ইউএনওসহ আহত ৫০
- মানহীন রেস্টুরেন্ট ও খাবার দোকানের ছড়াছড়ি বরিশালে
- জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের ট্রেভ্যালি ফিশ
ভিক্ষা নয়, কাজের পারিশ্রমিক চাই
বকেয়া দাবিতে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর