শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটী গ্রামের এম এইচ সি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন দাবিতে গতকাল বিক্ষোভ করেছে। এ সময় তারা ঢাকা-শ্রীপুর সড়ক অবরোধ করেন। ‘আমরা ভিক্ষা চাই না, কাজের পারিশ্রমিক চাই’ এ স্লোগান দেন। শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না তারা। চলমান করোনা দুর্যোগে তাদের ঘরে খাবার নেই। বাড়িওয়ালারা ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। এলাকায় ত্রাণ দেওয়া হলেও বাইরের জেলার ভোটার হওয়ায় ত্রাণও পাচ্ছেন না। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরার উপক্রম হয়েছে। কয়েকদিন ধরে বেতন-ভাতার দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো শ্রমিকদের হুমকি দেওয়া হয়েছে। কারখানার উপ-মহাব্যবস্থাপক এম ইদ্রিস আলী জানান, দুপুরে কারখানার নীতিনির্ধারক মহলের লোকজন ঘটনাস্থলে এলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে কারখানার ভিতরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। আগামী ২২ এপ্রিল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিকদের নির্যাতন বা হুমকি ধমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়। অপরদিকে, মুলাইদ এলাকার হাসিন সোয়েটার কারখানার শ্রমিকরা অভিযোগ করেন, কয়েকদিন আগে কারখানা কর্তৃপক্ষ তাদের বিকাশ হিসাব খুলতে বলেন। তারা সে অনুযায়ী হিসাব খুলে কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে বৃহস্পতিবার রাতে তাদের স্ব স্ব বিকাশ হিসাবে টাকা জমা হবে বলে কর্তৃপক্ষ ওইদিন জানিয়ে দেন। কিন্তু শুক্রবার অবধি বিকাশ হিসাবে টাকা জমা না হওয়ায় শ্রমিকরা ৯টার দিকে কারখানার সামনে গিয়ে কারখানা বন্ধ এবং বিকাশ হিসাবে টাকা পাঠানো হয়েছে বলে নোটিস দেখতে পান। ওই সময় কারখানায় কোনো কর্মকর্তা-কর্মচারী ছিলেন না বলে জানান শ্রমিকরা। এ সময় শ্রমিকরা সেখানেই বিক্ষোভ শুরু করেন। শিল্প পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস