শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চেয়ারম্যানের জিম্মা থেকে লাপাত্তা সন্দেহভাজন গ্রামপুলিশ

রাজশাহীর রফিকুল হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে হত্যার সঙ্গে একজন গ্রাম পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। তাকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। চেয়ারম্যানের জিম্মায় গিয়ে লাপাত্তা হয়ে গেছেন রুহুল আমিন নামে ওই গ্রামপুলিশ। তিনি গাঢাকা দেওয়ায় বিপাকে পড়েছেন ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ। চেয়ারম্যান বলেন, ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এখন আমাকেই ধরছে। আমি রুহুল আমিনকে খুঁজে পাচ্ছি না। তার ফোনও বন্ধ।’ গত ২২ মার্চ গোদাগাড়ীর মাটিকাটা দেওয়ানপাড়া এলাকার পদ্মার চর থেকে রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিকুল পদ্মার ওপারের চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গা গাইনাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। মরদেহ উদ্ধারের দিন প্রচার করা হয় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে রফিকুল খুন হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পিবিআইয়ের প্রাথমিক তদন্তে চর আষাড়িয়াদহ ইউপির গ্রাম পুলিশ রুহুল সংশ্লিষ্টতার তথ্য উঠে আসছে। এ কারণে গত চারদিন আগে তাকে চেয়ারম্যান  সানাউল্লাহ রাজশাহী পিবিআই কার্যালয়ে ডাকা হয়। সেখানে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ শেষে চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বলা হয়, প্রয়োজনে রুহুল আমিনকে আবার ডাকা হবে। তখন আসতে হবে।

সর্বশেষ খবর