শিরোনাম
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

খুলনায় নদীর তীর সংরক্ষণে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নদীভাঙন রোধে খুলনার আঠারোবেঁকি নদীর দুই তীরে সবুজ বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এখানে নদীর তীরে ১৫ হাজার চারা রোপণ করা হবে। এর মাধ্যমে নদীতীরের জমি ভূমিদস্যুদের দখলমুক্ত থাকবে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ সম্ভব হবে। গতকাল রূপসা ও তেরখাদার চানপুর-ছাগলদাহ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এ এইচ এম আনোয়ার পাশা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, খুলনা পওর বিভাগ-১ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ূন কবীর, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, নাসরিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন, পাউবো কর্মকর্তা আবদুস সোবহান হাওলাদার।

সর্বশেষ খবর