শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

চাঁদা চেয়ে হুমকি বন্ধ মাছ শিকার

রাঙামাটি প্রতিনিধি

চাঁদা চেয়ে হুমকি বন্ধ মাছ শিকার

রাঙামাটির কাপ্তাই হ্রদ -বাংলাদেশ প্রতিদিন

চাঁদা দাবিতে মৎস্যজীবীদের হুমকি দিচ্ছে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা। ভয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধ রয়েছে মাছ শিকার। অনেকটা স্থবিরতা বিরাজ করছে ফিশারি ঘাট এলাকায়। কাপ্তাই মৎস্য ব্যবসায় সমিতির নেতা জসিম উদ্দিন জানান, সম্প্রতি সন্ত্রাসীরা মাছ ব্যবসায়ীদের কাছে ৮ লাখ টাকা দাবি করে। যা দেওয়ার সময় বেঁধে দেয় ২৬ আগস্ট। মৎস্যজীবীরা চাঁদার টাকা দিতে না পারায় সন্ত্রসীরা আবার ফোন করে ২৭ আগস্ট থেকে হ্রদে নামতে বারণ করে এবং হুমকি দেয়। ব্যবসায়ী নেতা আরও বলেন, কাপ্তাই হ্রদ ঘিরে প্রায় ২০ হাজার মৎস্যজীবী রয়েছে। যারা শুধু এ হ্রদের মাছের ওপর নির্ভরশীল। মৎস্য শ্রমিক আলাউদ্দিন, নাদির মিয়া, তোফাজ্জল, জয়নাল আবেদীন জানান, সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে জেলেরা আর মাছ ধরতে যাচ্ছে না। বেকার বসে আছে হাজারো শ্রমিক। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র ব্যবস্থাপক লে. কর্নেল মো. তৌহিদুল ইসলাম জানান, সন্ত্রাসীরা হ্রদে জেলেদের মাছ ধরতে নিষেধ করেছে। সেনাবাহিনীর সহায়তায় খুব দ্রুত রাঙামাটি হ্রদে আবার মাছ ধরা শুরু হবে।

সর্বশেষ খবর