শিক্ষক লাঞ্ছিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় কুশলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী। টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বুধবার জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ করেন ওই শিক্ষক।
-গোপালগঞ্জ প্রতিনিধি
জোড়া খুনে জবানবন্দি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্কুলপড়ুয়া ভাইবোনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামা বাদল মিয়া (৩৬)। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেনের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। এর আগে বুধবার ঢাকার সবুজবাগ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে তাকে। ওই দিনই বাঞ্ছারামপুর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়।
-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি