সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বালুবাহী ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়ি শান্তির মোড় থেকে বটতলা হয়ে আত্রাই নদী পর্যন্ত গ্রামের ছোট রাস্তায় বালু বোঝাই ভারি ৬ চাকা ও ১০ চাকার ট্রাক চলাচলের কারণে পাকা-কাঁচা সড়ক প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবসময় এলাকা ধুলিময় হচ্ছে।

এসব সড়কসহ পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ঝাড়বাড়ি পরিবেশ উন্নয়ন পরিষদসহ এলাকাবাসী।

গতকাল বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউপির ঝাড়বাড়ি শান্তির মোড়ে সচেতন এলাকাবাসী ঝাড়বাড়ির উদ্যোগে পরিবেশ রক্ষা ও ড্রাম ট্রাক বন্ধের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তৃতা করেন শেখ মো. জাকির হোসেন, আবু বক্কর সিদ্দিক ও তোফাজ্জল হোসেনসহ অনেকে।

সর্বশেষ খবর