রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

১৪ বছরে উদ্বোধন দুবার চালু হয়নি ট্রমা সেন্টার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লার বিভিন্ন সড়কে দুর্ঘটনায় যে প্রতিষ্ঠানটি মানুষের হাড়ভাঙা জোড়া দেওয়ার কথা। অথচ সে প্রতিষ্ঠানটি আলোর মুখ দেখেনি। প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় উদ্বোধনের ১৪ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি ট্রমা সেন্টারটি। এ সেন্টার অবস্থান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি এলাকায়। অথচ জোট ও মহাজোট সরকারের দুই স্বাস্থ্যমন্ত্রীই এর উদ্বোধন ঘোষণা করেছিলেন এ হাসপাতালটি। কোনো কার্যক্রম না থাকায় বর্তমানে এটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লার বিভিন্ন সড়কে দুর্ঘটনায় আহত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিতে দাউদকান্দির শহীদনগর এলাকায় গড়ে ওঠে একটি ট্রমা সেন্টার। গণপূর্ত বিভাগের অর্থায়নে ৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সেন্টারটির নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধন করা হয়। অথচ মহাসড়কে প্রতিদিনই কুমিল্লার কোনো না কোনো স্থানে সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয়। স্থানীয় ডাক্তাররা দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথে চিকিৎসার অভাবে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন শত শত যাত্রী।

জানা গেছে, বিগত বিএনপি দলীয় সরকার ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ২০০৬ সালের ৬ অক্টোবর সেন্টারটির প্রথমে উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মাস খানেক পর বন্ধ হয়ে যায়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রফেসর ডা. আ ন ম রুহুল হক ২০১০ সালের ৩০ এপ্রিল দ্বিতীয়বারের মতো ট্রমা সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সে সময়ে স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কবলিত যাত্রীদের রেখে আগামী এক মাসের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ ট্রমা সেন্টারের সব যন্ত্রপাতি এবং জনবল দেওয়া হবে। আট বছর অতিবাহিত হলেও এখনো কোনো কার্যক্রম চালু হয়নি।

সর্বশেষ খবর