রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
বাসের ছাদে নারীর লাশ

আর্থিক লেনদেনের জেরে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটায় বাসের ছাদে ব্যারেলে পাওয়া নারীর লাশের পরিচয় জানা গেছে। গতকাল দিনভর চেষ্টা চালিয়ে তার পরিচয় উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করে গৌরনদী থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও গত রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত নারীর নাম সাবিনা ইয়াসমিন (৩৪)। তিনি গৌরনদী পৌরসভার দিয়াসুর এলাকার প্রবাসী শহিদুল ইসলাম শফিকুল।

শহিদুলের ভাই মনির জানান, তার ভাই-ভাবির মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য গৌরনদীর মাহিলাড়া এলাকার খালেক কিছুদিন আগে চার লাখ টাকা দেয়। বিলম্ব হওয়ায় খালেক বিদেশে যেতে অসম্মতি জানালে সাবিনা সম্প্রতি তাকে (খালেক) দেড় লাখ টাকা ফেরত দেন। গত শুক্রবার সকালে দুই সন্তান নিয়ে দিয়াসুরের বাড়ি আসে তার ভাবী। সকাল ১০টার দিকে খালেক ডাকছে বলে বরিশাল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। সারা দিনেও বাড়ি না ফেরায় লোকজন চিন্তিত হয়ে পড়েন। ওই রাতে ভূরঘাটা বাসস্ট্যান্ডে বাসের ছাদ থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে পুলিশ। ওসি আফজাল জানান, সাবিনার মুফোফোন ট্রাকিং করে দেখা গেছে, শুক্রবার সে বরিশাল নগরীতে গিয়েছিল। টাকা-পয়সার লেনদেন-সংক্রান্ত বিরোধের জের ধরে সাবিনার মাথার পেছনের দিকে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। পরে লাশ গুম করতে ব্যারেলের মধ্যে ঢুকিয়ে শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তি গড়িয়ারপাড় থেকে ভূরঘাটাগামী বাসের ছাদে ব্যারেলটি তুলে দেয়।

সর্বশেষ খবর