পদ্মায় নাব্য সংকটে প্রায় অচল ফরিদপুরের সিঅ্যান্ডবিঘাট নৌবন্দর। নদীতে জেগে ওঠা ছোট-বড় ডুবোচরের কারণে এ নৌবন্দরে ভিড়তে পারছে না বড় আকারের পণ্যবাহী জাহাজ, কার্গো। সিঅ্যান্ডবিঘাট থেকে প্রায় চার কিলোমিটার দূরে চরভদ্রাসন উপজেলার এমপিডাঙ্গী, জাকেরের সূরা এলাকায় জাহাজগুলো থামতে বাধ্য হচ্ছে। পণ্য সেখান থেকে ছোট কার্গো ও ট্রলারে করে সিঅ্যান্ডবিঘাট বন্দরে আনা হচ্ছে। এতে লোড-আনলোডে খরচ পড়ছে বেশি। পণ্যবাহী নৌযানের মালিক ও পণ্য আমদানিকারকরা পড়েছেন বিপাকে। এ ছাড়া বন্দর এলাকার প্রায় আট হাজার শ্রমিকের কাজের পরিধি কমেছে। দিনের পর দিন অরক্ষিত স্থানে থাকা জাহাজ ও কার্গো পড়ছে ডাকাতের কবলে। সরেজমিন দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী নৌযান অপেক্ষা করছে ফরিদপুরের সিঅ্যান্ডবিঘাট নৌবন্দরে ভেড়ার জন্য। পদ্মা নদীতে পর্যাপ্ত নাব্য না থাকায় সেগুলো বন্দরে ভিড়তে পারছে না। বন্দর থেকে চার কিলোমিটার দূরে নোঙর করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে এ ঘাটে এসেছেন শেখ ফরিদ-৩ নামে কার্গোর চালক আলাউদ্দিন শেখ। তিনি জানান, বন্দর পর্যন্ত পৌঁছাতে হলে নদীতে যে পরিমাণ পানি থাকা প্রয়োজন তা এখন নেই। ডুবোচরে কয়েকবার আটকা পড়েছি। ফলে তেল খরচ বেশি লেগেছে। যেভাবে পানি কমছে তাতে ফেরত যেতে পারব কিনা জানি না। আরেক নৌযানের চালক শাহজাহান জানান, কমপক্ষে ১০ হাত গভীর পানি থাকা প্রয়োজন ছিল। সেখানে কোথাও কোথাও পানি আছে মাত্র দুই-তিন হাত। নব্য সংকটের কারণে বন্দর থেকে অনেক দূরে অরক্ষিত স্থানে পণ্যসহ কার্গো ভেড়াতে হচ্ছে। এতে পণ্যের পাশাপাশি স্টাফরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন। এখন থেকে পণ্য খালাসে নানা হয়রানি ছাড়াও পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। বন্দরের নৌযান শ্রমিক ইউনিয়ন সভাপতি হেলালউদ্দিন বলেন, দক্ষিণবঙ্গসহ বৃহত্তর ফরিদপুরের পণ্য আনা-নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌবন্দর। বছরের প্রায় পাঁচ মাস এখানে নদীতে পানি কম থাকে। এ কারণে তখন বন্দরে নৌযান ভেড়ানো ও পণ্য খালাসে জটিলতা সৃষ্টি হয়। সম্প্রতি পদ্মায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। বন্দরমুখী পণ্যবাহী বেশ কিছু জাহাজ ওই চরে আটকা পড়েছে। নৌবন্দর-সংলগ্ন ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, নাব্য না থাকায় বন্দরটি অচল হতে বসেছে। এ বন্দর ঘিরে হাজার হাজার শ্রমিক-ব্যবসায়ীর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল। বন্দরটি অচল হলে শ্রমিকরা কাজ হারাবে। দ্রুতই ড্রেজার দিয়ে বালু কাটা হলে ঘাটটি সচল থাকবে বলেও জানান তিনি। বিআইডাব্লিউটিএর (আরিচা ঘাট) উপ-পরিচালক মাসুদ পারভেজ বলেন, নাব্য সংকট প্রকট আকার ধারণ করার বিষয়টি আমাদের নজরে এসেছে। স্থানীয়ভাবে ড্রেজার দিয়ে বালু কেটে ক্যানেল তৈরির বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হচ্ছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ