অরক্ষিত শেরপুর জেলার নালিতাবাড়ী নাকুগাঁওয়ের গণকবর। ৭১ সালের সেই দিনের যুদ্ধে নিহত ভারতের নয়জন বিএসএফের স্মরণে সীমানার কাঁটাতার ঘেঁষে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। কিন্ত বাংলাদেশের ৫৫-৬০ জনের গণকবরটি আজও সংরক্ষণ করা হয়নি। ভারত-বাংলাদেশ শূন্য রেখায় ভোগাই নদের তীর ঘেঁষা ২০ শতাংশ জায়গাজুড়ে রয়েছে এ গণকবরের অবস্থান। সংরক্ষণের অভাবে অযতœ-অবহেলায় পড়ে থাকা এই গণকবরটি শেরপুরেরর নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকায় অবস্থিত। গণকবরটি সংরক্ষণের দাবি জানিয়েছেন নিহতের স্বজন, মুক্তিযোদ্ধা ও স্থানীয় এলাকাবাসী। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালে নাকুগাঁও স্থলবন্দর হয়ে এ দেশের শতাধিক পরিবার নিরাপদ আশ্রয় হিসেবে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার সীমান্তবর্তী ডালুবাজার, বারাঙ্গাপাড়া, চান্দুভুঁই, মাছাংপানি, ছৈপানি, ডিমলারপাড়া এলাকার সড়ক ও গাছতলায় আশ্রয় নেন। ২৫ মে পাকিস্তানি হানাদারদের একটি বড় দল ভোগাই নদী পার হয়ে ভারতের ডালু বিএসএফ ক্যাম্পসহ প্রায় দুই কিলোমিটার এলাকা ঘিরে ফেলে। বিএসএফের প্রতিরোধ সত্ত্বেও হানাদারদের এক ঘণ্টার তা-বে নয়জন বিএসএফ সদস্যসহ শতাধিক বাংলাদেশি নিহত হন। সে দিন নিহত অনেকের লাশ ভোগাই নদের পানির স্রোতে ভেসে যায়। তাদের মধ্যে যে ৫০-৬০ জনের মৃতদেহ পাওয়া যায়, সেই লাশ নাকুগাঁও শূন্য রেখার কাছে গণকবর দেওয়া হয়। আর বিএসএফ সদস্যদের ভারতের মাটিতে সৎকার করা হয়। ৭১ সালের সেই যুদ্ধে নিহত ভারতের নয়জন বিএসএফের স্মরণে সীমানার কাঁটাতার ঘেঁষে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। কিন্ত স্বাধীনতার এত বছর পরও গণকবরটি আজও সংরক্ষণ করা হয়নি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল