শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্ত্রীকে বিধবা, সন্তান প্রতিবন্ধী দেখিয়ে ভাতা গ্রহণ

ইউপি সদস্যকে শোকজ

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে স্ত্রী ও দুই শ্যালিকা বিধবা এবং নিজের ছেলেকে প্রতিবন্ধী দেখিয়ে ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। এখানে শেষ নয়, তিনি স্ত্রীর বড়ভাই আনিসুজ্জামানের নামে প্রতিবন্ধী ভাতা এবং শ্বশুর নুরেজ্জামান ও শাশুড়ি বিবি আয়েশার নামে দিয়েছেন বয়স্ক ভাতা। ঘটনাটি স্থানীয় সংবাদমাধ্যমে তুলে ধরলে কামরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিস দেন ফুলগাজীর ইউএনও ফেরদৌসী বেগম। তিন দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। ইউএনও জানান, অভিযোগের বিষয়ে জানতে পেরে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়া গেছে। কামরুজ্জামান জানান, ওয়ার্ডের সব প্রাপ্য লোকদের ভাতার কার্ড দেওয়ার পর পরিবারের সদস্যদের জন্য তিনি কার্ড গ্রহণ করেছেন। নিজের ছেলেকে কেন প্রতিবন্ধী দেখানো হয়েছে সে ব্যাপারে বলেনÑ ২০১৮ সালে তার ছেলে রিকশা থেকে পড়ে হাত ভেঙে গিয়েছিল। স্ত্রী ও শ্যালিকাদের নামে কেন কার্ড বানিয়েছেন সে ব্যাপারে কোনো উত্তর দেননি। তার দুই শ্যালিকা জানানÑ তাদের স্বামী জীবিত আছেন। তারা কার্ডের জন্য আবেদনও করেননি। কার্ডের ব্যাপারে তারা কিছু জানেন না। দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার জানান, এভাবে ভাতার কার্ড নিয়ে জালিয়াতি করা ঠিক হয়নি।

সর্বশেষ খবর