বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
আলোচিত রবিউল হত্যা

চার্জশিট গ্রহণ না করে পুনঃতদন্তের নির্দেশ

রাজবাড়ী প্রতিনিধি

স্থানীয় এক সাংবাদিকের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করায় রাজবাড়ীর কালুখালীর আলোচিত রবিউল হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ না করে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাসহ তদন্ত তদারকির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের আইজি ও ঢাকা রেঞ্জের ডিআইজি বরাবর আদালতের আদেশের কপি পাঠানো হয়। রাজবাড়ীর দুই নম্বর আমলি আদালতের বিচারক মৌসুমী সাহা গতকাল এ আদেশ দেন। এ সময় আদালতে বাদী সাবানা আক্তার ও রাষ্ট্রপক্ষের সিএসআই আফসার উদ্দীন উপস্থিত ছিলেন। আদেশে উল্লেখ করা হয়, অভিযোগপত্রে অন্তর্ভুক্ত আসামি সাংবাদিক দেবাশীষ বিশ্বাস বর্ণিত রবিউল খুনে কীভাবে জড়িত তার বিন্দুমাত্র আভাস দাখিলি কাগজপত্র পর্যালোচনায় পাওয়া যায়নি। এমন ব্যক্তিকে হত্যা মামলায় জড়ানো তদন্ত কর্মকর্তার ইচ্ছাকৃত ত্রুটি মর্মে প্রতীয়মান হয়; যা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার পক্ষপাতদুষ্ট ও দায়িত্বহীন আচরণ বিবেচিত হওয়ার যোগ্য। রাজবাড়ীর কোর্ট ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, রবিউল হত্যা মামলার চার্জশিটে ত্রুটি থাকায় আদালত গ্রহণ করেনি। একই সঙ্গে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর