বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাঙামাটিতে নিয়ন্ত্রণহীন বাজার

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে নিয়ন্ত্রণহীন বাজার

একদিকে লকডাউন। অন্যদিকে রমজান। সবমিলে ঊর্ধ্বমুখী রাঙামাটির নিত্যপণ্যের বাজার। যা নিম্ন ও মধ্যআয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। প্রশাসনের নজরদারি না থাকায় একেবারেই নিয়ন্ত্রণহীন বাজার বলছেন ভুক্তভোগীরা। তবে রাঙামাটি জেলা প্রশাসন বলছেন অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা।  রাঙামাটির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, করোনার এ মহামারীতেও জমজমাট রাঙামাটির হাট-বাজারগুলো। ক্রেতা-বিক্রেতার সঙ্গে আনাগোনা আছে সাধারণ মানুষের। আছে পর্যাপ্ত নিত্যপণ্য মজুদও। কিন্তু পণ্যের চাহিদা থাকায় এ সুযোগে দাম হাতিয়ে নিচ্ছে বিক্রেতারা এমন অভিযোগও রয়েছে। পণ্যের গায়ে দাম নির্ধারণ থাকলেও লকডাউনের দোহাই দিয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে- চাল, ডাল, তেল, মরিচ, পিঁয়াজ, আদা, রসুন, সবজি, মাছ, মাংস ও ডিমসহ সব ধরনের পণ্য। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে মিনিকেট চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫, সিদ্ধ ৫০ থেকে ৫৫। ছোলা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। খেসারি ডাল কেজিপ্রতি ৮০ থেকে ১১০ টাকা। তেল প্রতি লিটার ১৩৫ থেকে ১৪০ টাকা। পিঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা। রসুন ১২০ থেকে ১৩০ টাকা। আদা ১২০ থেকে ১৪০ টাকা। শুধু নিত্যপণ্য নয়, একই অবস্থা মাছ, মাংস ও সবজির বাজারে। প্রতিটি পণ্যের ২০ থেকে ৪০ টাকা বেশি। তবে এ কথা স্বীকার করতে নারাজ ব্যবসায়ীরা। দায় সারতে দিচ্ছেন নানা অজুহাত।

সর্বশেষ খবর