শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আসামি গ্রেফতার দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি

জমি বিরোধকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাসহ পৌর প্যানেল মেয়রকে লাঞ্ছিত করার প্রতিবাদে ফুলবাড়ী থানার ওসিকে অপসারণ ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবিতে গতকাল বীর মুক্তিযোদ্ধা ও পৌরবাসীর ব্যানারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। এ সময় মহাসড়কের দুই দিকে শত শত পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ফুলবাড়ির ইউএনও রিয়াজ উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

বিক্ষোভ ও অবরোধে ফুলবাড়ি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ পৌর এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। স্থানীয়রা ও পুলিশ জানায়, ফুলবাড়ি পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মোবারক হোসেন শাহ’র ছেলে আজিজার রহমানের সঙ্গে একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে গোলাম মোস্তফার জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত বুধবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছয়জন আহত হন।

সর্বশেষ খবর