নওগাঁর সান্তাহার ঢাকা রোড নামক স্থান থেকে শুরু নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক। সান্তাহার ঢাকা রোড থেকে রাণীনগর রেলস্টেশন পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা অনেক আগে থেকে সচল রয়েছে। নতুন করে রেলের পাশ দিয়ে রাণীনগর রেলস্টেশন থেকে আত্রাই হয়ে নাটোর জেলার শেষ সীমানা পর্যন্ত সাড়ে ১৯ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জানা গেছে, নানা জটিলতা কেটে ২০১৮ সালের শেষের দিকে রাণীনগর রেলস্টেশন থেকে আত্রাই হয়ে নাটোর জেলার সীমান্ত পর্যন্ত সাড়ে ১৯ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ নতুন করে শুরু করা হয়। সড়কটি নাটোর বাইপাস সড়কের সঙ্গে যুক্ত হয়ে ঢাকা অভিমুখে চলে গেছে। পুরো সড়কে ৫টি সেতু ও ১০টি কালভার্ট নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমান সড়কের উপরিভাগের কাজ চলছে। পুরো প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১২৯ কোটি টাকা। পুরো প্রকল্পকে ৪টি ফেজে ভাগ করে ৪টি ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পের কাজ করছেন। গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্প শেষ করার নির্ধারিত সময় থাকলেও নানা সমস্যার কারণে প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পুরো প্রকল্প দেখভাল ও বাস্তবায়ন করছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন, মন্টু ইসলামসহ অনেকেই বলেন, খুব দ্রুত গতিতেই মহাসড়কের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এই মহাসড়ক চালু হলে নওগাঁ, বগুড়া, জয়পুরহাটসহ অন্যান্য জেলার মানুষদের ঢাকায় যেতে প্রায় ৩ ঘণ্টা সময় কম লাগবে। এছাড়া মহাসড়কটি চালু হলে সড়কের আশেপাশের মানুষদের জীবনমান পাল্টে যাবে। বদলে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা। সড়কের পাশ দিয়ে গড়ে উঠবে বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান এতে করে হাজার হাজার মানুষের নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, চলতি বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে বর্তমানে কাজ চলমান রয়েছে। সরকারের দেওয়া নিদের্শনা মোতাবেক প্রকল্পের আর সময় বাড়ানো হবে না। কাজের সিডিউল মোতাবেক সঠিকভাবে কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। এছাড়াও সড়ক বিভাগের কর্মকর্তারা সব সময়ই কাজের তদারকি করছেন। এতে আশা করা হচ্ছে মহাসড়কের কাজ মানসম্মতভাবেই করা হচ্ছে। কোথাও কোনো অনিয়মের খবর পেলে সঙ্গে সঙ্গে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার নিদের্শনা প্রদান করা হয়েছে। আশা করছি নতুন করে আর কোনো জটিলতার সৃষ্টি না হলে আগামী বছরের শুরুর দিকে এই আঞ্চলিক মহাসড়ক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শিরোনাম
- ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক : ইইউ
- কলম্বিয়ায় পুলিশের ওপর হামলা ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের
- আরও এক জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
- যেভাবে ট্রাম্পের ‘দুর্বল জায়গায়’ আঘাত করল চীন
- শীর্ষ ৯ জেনারেলকে বরখাস্ত করলো চীনের কমিউনিস্ট পার্টি
- নিকাব নিষিদ্ধে পার্লামেন্টে বিল পাস করল পর্তুগাল
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন ট্রাফিক নির্দেশনা
- রবিবার ২টা থেকে শুরু হবে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম
- রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের আরও তিন গ্রাম
- ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিচ্ছেন না ট্রাম্প
- আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত বেড়ে ৪০
- লঙ্কানদের উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে প্রোটিয়ারা
- ১০১ বছর বয়সে মারা গেলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী মুরাইয়ামা
- যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প
- পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ বর্জন আফগানিস্তানের
- ঘুম থেকে জেগে মুমিনের করণীয়
- ঐক্য ও সংগ্রামী চেতনার বিকাশ চাই
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কী পরিণতি হবে পৃথিবীর!
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল