দিনাজপুরের সাত উপজেলার মানুষের জীবন-জীবিকা বদলে দিয়েছে পাঁচটি রাবার ড্যাম প্রকল্প। এসব রাবার ড্যামের ফলে শুষ্ক মওসুমে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষক। এতে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হচ্ছে প্রায় ১৩ হাজার মেট্রিক টন। এ ছাড়াও এ অঞ্চলের জীববৈচিত্র্যেও এসেছে ব্যাপক পরিবর্তন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা নদীতে ‘মোহনপুর, কাঁকড়া, রানীরঘাট, সাগুনি ও পাথরঘাটা’ এলাকায় নির্মিত হয়েছে এই রাবার ড্যাম। ফলে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি, পরিবর্তন এসেছে জীব বৈচিত্র্যেও। আর দিনাজপুরের এই পাঁচটি রাবার ড্যাম বদলে দিয়েছে জেলার সাত উপজেলার আড়াই শতাধিক গ্রামের প্রায় ১১ লাখ মানুষের জীবন-জীবিকা। এসব এলাকার বাসিন্দারা বলছেন, রাবার ড্যাম হওয়ার পর বদলে গেছে নদীর দুই পাড়ের মানুষের জীবন-জীবিকা। পানি সংরক্ষণের মাধ্যমে শুষ্ক মৌসুমে পূরণ হচ্ছে সেচের অভাব। পড়ে থাকা জমিতে খরা মৌসুমেও কৃষক চাষাবাদ করতে পারছেন। এতে কৃষকের উৎপাদন খরচ যেমন কমেছে। তেমনি বেড়েছে আয়। পাশাপাশি অনেক স্থানে খাবার পানির সংকট মিটেছে। এছাড়াও মৎস্যজীবী পরিবারদের মিটছে মৌলিক চাহিদা। সৃষ্টি হয়েছে মাছ চাষের সু-ব্যবস্থা। কৃষকরা বলছেন, এক সময় বোরো মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বোরো আবাদ নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় থাকতেন এসব এলাকার শত শত কৃষক। কিন্তু রাবার ড্যাম নির্মাণ হওয়ায় বোরো আবাদসহ সবসময় সেচ নিয়ে আর তাদের ভাবতে হচ্ছে না। রাবার ড্যাম থেকে সেচ সুবিধা নিতে কৃষকদের দিতে হচ্ছে না কোনো অতিরিক্ত খরচ। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ