সমানে ভাঙচুর, লুটপাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলা গ্রামে। আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে এ গ্রামের শত শত নারী-পুরুষ। অভিযোগ আছে, একের পর এক হামলা-ভাঙচুর হলেও মামলা নেয়নি পুলিশ। জানা যায়, চর চারতলা গ্রামের লতিফবাড়ি ও মুন্সিবাড়ি গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয় গত ২২ জানুয়ারি রাতে। তখন টেঁটার আঘাতে খুন হন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই জামাল। হত্যার ঘটনার পরদিন থেকে চেয়ারম্যান ও তার লোকজন পুরো গ্রামে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। লুটপাট করা হয় একাধিক বাড়ির মালামাল। খুলে নেওয়া হচ্ছে টিনের চালা। পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। সরেজমিন চর চারতলা গ্রামে গিয়ে ভয়াবহ চিত্র দেখা যায়। বৃদ্ধা হালেমা বলেন, তার স্বামী নেই। ঘরে তিন প্রতিবন্ধী সন্তান। কোনো কারণ ছাড়াই তার ঘরে লুটপাট করা হয়েছে। স্থানীয় খন্দকারবাড়ির গৃহবধূ হালিমা ও ফরিদা বলেন, তাদের ৪০ বছরের সাজানো সংসারে অবশিষ্ট কিছুই নেই। লুটপাটে ঘর এখন শূন্য। আলমারি ভেঙে স্বর্ণালঙ্কারসহ সব নিয়ে গেছে দুর্বৃত্তরা। লতিফ বাড়ির সেলিম পারভেজের ডুপ্লেক্স বাসভবন দেখলে যে কেউ আঁতকে উঠবেন। ইট ছাড়া সেখানে কিছুই নেই। দরজা-জানালা খুলে নিয়ে গেছে। লুট হয়েছে গ্রামের মসজিদের ফ্যানও। গত চার মাস ধরে ঘরবাড়িতে লুটপাট অব্যাহত রয়েছে। মহিলাদেরও নির্যাতন করা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে বাড়ি ছাড়ার। ঘটনার পর থেকে এ পর্যন্ত তিন শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জামাল মুন্সি হত্যা ঘটনায় ২৭ জনের নামে মামলা হয়। অথচ ভয় আর আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন শত শত লোক। জানা গেছে, অত্যাচারের শিকার পরিবারের সদস্যরা থানায় মামলা দিতে গেলেও ওসি ফিরিয়ে দিয়েছেন। পরে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে আটটি মামলা করা হয়েছে। মামলাগুলো পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছে আদালত। সব অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি বলেন, লুটপাটের বিষয়ে তিনি কিছু জানেন না। পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, হত্যা ও বাড়িঘর ভাঙচুর-লুটপাট দুটিই অপরাধ। এর সঙ্গে কোনো জনপ্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
পালিয়ে বেড়াচ্ছে চর চারতলাবাসী
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর