সমানে ভাঙচুর, লুটপাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলা গ্রামে। আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে এ গ্রামের শত শত নারী-পুরুষ। অভিযোগ আছে, একের পর এক হামলা-ভাঙচুর হলেও মামলা নেয়নি পুলিশ। জানা যায়, চর চারতলা গ্রামের লতিফবাড়ি ও মুন্সিবাড়ি গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয় গত ২২ জানুয়ারি রাতে। তখন টেঁটার আঘাতে খুন হন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই জামাল। হত্যার ঘটনার পরদিন থেকে চেয়ারম্যান ও তার লোকজন পুরো গ্রামে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। লুটপাট করা হয় একাধিক বাড়ির মালামাল। খুলে নেওয়া হচ্ছে টিনের চালা। পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। সরেজমিন চর চারতলা গ্রামে গিয়ে ভয়াবহ চিত্র দেখা যায়। বৃদ্ধা হালেমা বলেন, তার স্বামী নেই। ঘরে তিন প্রতিবন্ধী সন্তান। কোনো কারণ ছাড়াই তার ঘরে লুটপাট করা হয়েছে। স্থানীয় খন্দকারবাড়ির গৃহবধূ হালিমা ও ফরিদা বলেন, তাদের ৪০ বছরের সাজানো সংসারে অবশিষ্ট কিছুই নেই। লুটপাটে ঘর এখন শূন্য। আলমারি ভেঙে স্বর্ণালঙ্কারসহ সব নিয়ে গেছে দুর্বৃত্তরা। লতিফ বাড়ির সেলিম পারভেজের ডুপ্লেক্স বাসভবন দেখলে যে কেউ আঁতকে উঠবেন। ইট ছাড়া সেখানে কিছুই নেই। দরজা-জানালা খুলে নিয়ে গেছে। লুট হয়েছে গ্রামের মসজিদের ফ্যানও। গত চার মাস ধরে ঘরবাড়িতে লুটপাট অব্যাহত রয়েছে। মহিলাদেরও নির্যাতন করা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে বাড়ি ছাড়ার। ঘটনার পর থেকে এ পর্যন্ত তিন শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জামাল মুন্সি হত্যা ঘটনায় ২৭ জনের নামে মামলা হয়। অথচ ভয় আর আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন শত শত লোক। জানা গেছে, অত্যাচারের শিকার পরিবারের সদস্যরা থানায় মামলা দিতে গেলেও ওসি ফিরিয়ে দিয়েছেন। পরে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে আটটি মামলা করা হয়েছে। মামলাগুলো পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছে আদালত। সব অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি বলেন, লুটপাটের বিষয়ে তিনি কিছু জানেন না। পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, হত্যা ও বাড়িঘর ভাঙচুর-লুটপাট দুটিই অপরাধ। এর সঙ্গে কোনো জনপ্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
পালিয়ে বেড়াচ্ছে চর চারতলাবাসী
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর