সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতের (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) বিচারকের বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন করেছেন আদালতের কর্মচারীরা। গতকাল আদালতের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আদালতের নাজির জহুরুল ইসলাম, বিচারকের গাড়ির চালক রাসেল হোসেন ও ক্যাশ সরকার কামরুজ্জামানসহ অন্যরা। তারা অভিযোগ করেন, জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম মেজবাহউল হক যোগদানের কিছুদিন পর থেকে কর্মচারীদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা দাবি, না দিলে বেতনভাতা বন্ধ করে দেওয়া সহ নানাভাবে আর্থিক অনিয়ম ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

তাদের অনেকের বেতন ভাতা বন্ধ করে দেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন বলে ওই মানববন্ধন থেকে অভিযোগ করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সরকারি গাড়ির চালক মো. রাসেল অভিযোগ করেন ২০২০ সালে তার ওভারটাইম ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা হলেও তিনি এখনো পাননি। এই টাকা আত্মসাৎ করা হয়েছে। আদালতের ক্যাশ সরকার কামরুজ্জামান অভিযোগ করেন, তার পদোন্নতির জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ লাখ টাকা দাবি করেন। দিতে না পারায় সেই পদে অন্যকে নেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিলে তিনি উচ্চ আদালতে মামলা করেন। এতে নিয়োগ স্থগিত হয়। এরপর তিনি কর্মস্থলে যোগদান করতে গেলে তাকে যোগদান করতে দেওয়া হয়নি। দীর্ঘ দিন থেকে তিনি বেতন ভাতা না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে মানববন্ধন কর্মসূচির খবর পেয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনাস্থলে এসে অন্য এক কর্মচারীকে দিয়ে প্রধান ফটকের তালা ভেঙে আদালতের ফটক উন্মুক্ত করে দেন। ওসি আলমগীর জাহান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর