সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নারীর প্রলোভনে অপহরণ

চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা নগরীর টমছমব্রিজে আসেন এক রং মিস্ত্রি। ওই রং মিস্ত্রিকে অনৈতিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে নগরীর একটি বাসায় নিয়ে যান নারী অপহরণকারী। পরে ওই রং মিস্ত্রির আত্মীয়স্বজনদের ফোন করে টাকা দাবি করা হয়। পুলিশ অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল গ্রেফতার করা হয়। তারা হলো- জুম্মন মিয়া, মাহবুবু মিয়া, রাসেল, আরজু, সেলিনা ও জ্যোৎস্না বেগম।       -কুমিল্লা প্রতিনিধি

 

৪ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পেশাদার চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের নিকট থেকে দুটি          অত্যাধুনিক সুইচ গিয়ার ও ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ফতুল্লা থানার জেলা পরিষদ সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলো রানা, জোবায়ের, হোসেন ও অজয়।            -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নকল্পে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের ১৩তম ব্যাচের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম এই প্রথম অনলাইনে শুরু হয়েছে। কভিড-১৯ এর কারণে চলমান এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতদিন বন্ধ ছিল। গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরম জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রায় মাসব্যাপী চলা এই প্রশিক্ষণ কার্যক্রমে দেশের বিভিন্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ৪০ জন শিক্ষক অংশ নিয়েছেন।                 -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর