শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

হাসপাতালে কর্মচারীদের দৌরাত্ম্য

সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালে অনিয়মের রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে কর্মচারীসহ নার্সের বিরুদ্ধে। হাসপাতালে চেম্বার খুলে ব্যবস্থাপত্র লেখা, অ্যান্টিবয়োটিকসহ নানা ওষুধ প্রদান ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিচ্ছেন তারা। অফিস চলাকালে সময়ে ইনডোরে আসা রোগীদের কাছ থেকে আদায় করছেন ‘ভিজিট’। ভিজিট দিতে অস্বীকার করলে রোগী এবং স্বজনের ওপর তারা চড়াও হওয়ার ঘটনাও ঘটেছে।

সুনামগঞ্জ বিএমএর সভাপতি ডা. আবদুল হাকিম বলেন, ‘কর্মচারী ও নার্স মিডওয়াইফারি বিভাগের প্রচলিত বিধি মোতাবেক নার্সদের রোগীর ব্যবস্থাপত্র প্রদান                 সম্পূর্ণ বেআইনি।         -সুনামগঞ্জ প্রতিনিধি

 

অস্ত্রসহ বোনের প্রচারণায়

শর্ত ভঙ্গ করে নিবন্ধিত অস্ত্র নিয়ে বোনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা আবদুল আজিমকে (৪৫) সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১২টায় বরগুনার পাথরঘাটার ইউএনও সাবরিনা সুলতানা এ আদেশ দেন। ওইদিন রাতে নিজের নামে নিবন্ধিত একটি শর্টগান ও পাঁচ রাউন্ড গুলিসহ আজিমকে আটক করে পুলিশ।             আজিম পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের গুদিঘাটা এলাকার আলতাফ হোসেনের ছেলে। তার বোন  কাকচিড়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী                লাভলী ইসলাম।                 -পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

 

বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজবাড়ী জেলা শহরের দক্ষিণ ভবানীপুরে গতকাল দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ওলিউর রহমান (৬২) ও তার স্ত্রী ফাতেমা রহমান (৫৫)। এলাকাবাসী জানায়, দুপুরে বৃষ্টির সময় ওলিউর রহমান নিজ বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নারায়ণগঞ্জে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার সরানোর সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মাসুদুর রহমান (৪৫) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। সকালে বন্দর থানার সিএসডি খাদ্য গোডাউনে এ দুর্ঘটনা ঘটে। মাসুদুর বরিশাল সদর থানার কাশিপুর এলাকার বাসিন্দা।              -রাজবাড়ী ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

গোডাউনসহ ১০ ঘর পুড়ে ছাই

গাজীপুরে অগ্নিকান্ডে একটি গোডাউনসহ দুটি বাড়ির ১০ ঘর ও মালামাল পুড়ে গেছে। গতকাল গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার শরিফপুর কোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দমকল বাহিনী সূত্র জানায়, কোনাপাড়ার আনু বেপারীর বাড়ির কাছে একটি গোডাউনে সুতার ববিন ও মেশিনারিজের গোডাউনে দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনসহ ১০টি ঘর ও মালামাল পুড়ে     গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।       -গাজীপুর প্রতিনিধি

 

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদ কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। গতকাল জুমার নামাজের সময় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দেবৈই গ্রামে উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শাহজাহান, পারভেজ, লেহাজউদ্দিন, পাপ্পু, আলী তাহের, আল ইসলাম, কাউসার ও ইমাম মোবারক হোসেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, মসজিদ কমিটির সভাপতি জোহর আলী ও সাত্তারের লোকদের মাঝে কমিটি গঠন নিয়ে তর্কবিতর্ক হয়। এর জেরে গতকাল জুমার নামাজের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়                পক্ষের ৮ জন আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন           রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।               -আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

মাদরাসা শিক্ষার্থী তিন শিশু নিখোঁজ

সিলেট থেকে তিন শিশু নিখোঁজ হয়েছে। এরা সবাই মাদরাসা শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ শিশুরা হলো- দক্ষিণ সুরমার আহমদপুরের মৃত সামছুল ইসলামের যমজ ছেলে হাসান ও হোসেন (১৩) এবং জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকার রিপন মিয়ার ছেলে অপু (১০)। অপু আহমদপুর এলাকার একটি মাদরাসায় হিফজ বিভাগে পড়ালেখা করত। এ ছাড়া হাসান ও হোসেন সিলেটের কুদরত উল্লাহ মাদরাসায় হিফজ বিভাগে                  অধ্যয়নরত ছিল।       -নিজস্ব প্রতিবেদক, সিলেট

 

বন্ধ সেই আনারস বাগান

সিলেটের নতুন পর্যটন স্পট গোলাপগঞ্জের ভাইরাল সেই আনারস বাগানে পর্যটকদের প্রবেশ সাময়িক বন্ধ। বাগান রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি গোলাপগঞ্জের দত্তরাইলের ‘চান মিয়া আনারস বাগান’র মনোরম প্রকৃতির দৃশ্য ও ভিডিও চিত্র সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে শুরু করেন হাজারো পর্যটক।  প্রতিদিন সকাল-সন্ধ্যা লেগেই থাকতো ভ্রমণ পিপাসুদের ভিড়। বর্তমানে এটি সাময়িক বন্ধ রাখায় হতাশ হয়ে ফিরছেন বহু পর্যটক।       -বিশ্বনাথ প্রতিনিধি

 

গাজীপুরে ১৫ জুয়াড়ি গ্রেফতার

গাজীপুরের একটি বাসা থেকে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে জিএমপির বাসন থানা পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও টাকা উদ্ধার করা হয়েছে।

বাসন থানার ওসি মালেক খসরু খান গতকাল জানান, ভোগড়া এলাকার আবদুল মজিদের বাড়িতে বৃহস্পতিবার রাতে জুয়া খেলছিল জুয়াড়িরা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও ৯ হাজার ৮০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল গ্রেফতারকৃতদের আদালতে     পাঠানো হয়েছে।                -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর