শিরোনাম
মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা

আলো দেখেনি আরটিপিসিআর ল্যাব

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁ সদর আধুনিক হাসপাতালে করোনা রোগীসহ অন্যান্য জরুরি রোগীর জন্য লিকুইড অক্সিজেন সরবরাহের জন্য প্লান্ট স্থাপনসহ অন্যান্য কাজ শেষ হয়েছে। কিন্তু প্লান্টটিতে লিকুইডের সরবরাহের অভাবে চালু করা যাচ্ছে না। এই হাসপাতালে লিকুইড অক্সিজেন সরবরাহ চালু হলে ২৮ লাখ লোকের  প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া সম্ভব হবে। আর এ অক্সিজেন সরবরাহের জন্য বিস্ফোরক দ্রব্যের লাইসেন্সের কাজও চলমান রয়েছে। করোনা পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব অনুমোদনের এক মাস অতিবাহিত হলেও তা আলোর মুখ দেখেনি। আরও এক থেকে দেড় মাস লাগতে পারে বলছে স্বাস্থ্যবিভাগ।

সর্বশেষ খবর