বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

মামলা তুলে না নেওয়ায় বাদী-সাক্ষীর বাড়ি ঘেরাও

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে হত্যা মামলা তুলে না নেওয়ায় বাদী ও সাক্ষীর বাড়ি ঘেরাও করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, কদমকুড়ি গ্রামের আবদুস সালাম হত্যা মামলার তিন আসামির নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে বাদী বেলাল এবং সাক্ষী তহিদুল, রহিম, বাচ্চু ও রাজুর বাড়ি ঘেরাও করে। তারা বাদী ও সাক্ষীদের গালিগালাজ করে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। হামলাকারীরা বাদীর ভাতিজা ও নিহত আবদুস সালামের ছেলে রেজাউলকে (১০) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে রেজাউলকে রেখে তারা ঘটনাস্থল ত্যাগ করে। মামলার সাক্ষী তহিদুল বলেন, আদালতে সালাম হত্যা মামলার সাক্ষীর তারিখ নির্ধারণ হয়েও লকডাউনের কারণে তা স্থগিত আছে। এখন আসামিপক্ষ মামলা তুলে নেওয়াসহ ছোটখাটো বিষয়ে আমাদের হুমকি ধমকি দিচ্ছে। আমার বাড়িতে গিয়ে তারা বলেছে সাক্ষী দিলে জানে মেরে ফেলবে। বাঁচতে চাইলে মামলা তুলে দে। আসামি পক্ষের আবদুল মামুন বলেন, মামলা তুলে নেওয়ার হুমকির ঘটনা সর্ম্পূণ বানোয়াট। আমাদের গ্রামের লিজ নেওয়া পুকুর পাড়ে কিছু গাছ লাগানো নিয়ে ডাহিয়া গ্রামের মিন্টু ও কদমকুড়ি গ্রামের ইব্রাহিমের সঙ্গে ওদের কথাকাটাকাটি হয়। এ নিয়ে প্রতিপক্ষরা আমাদের সঙ্গে বিবাদে জড়ায়। তারাই ঘটনাটি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। সিংড়া থানা ওসি নুর-এ আলম সিদ্দিকী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর