বঙ্গোপসাগরে বিচরণরত সব মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর প্রজননের জন্য ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য উপকূলের জেলেদের সাগরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ নিয়ে শঙ্কার মধ্যে পড়েছেন জেলেরা। একদিকে করোনার মহামারী, অপরদিকে ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণাঞ্চলের জেলেদের অনেক কষ্ট হলেও সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছেন তারা। দীর্ঘ ৬৫ দিন পর শুরু হবে জেলেদের কাক্সিক্ষত ইলিশ শিকার। আর বঙ্গোপসাগরে মাছ ধরার সেই চিরায়ত দৃশ্য পাথরঘাটার জেলে পল্লীগুলোতেও দেখা যাবে। এ নিষেধাজ্ঞা শেষ হতেই গভীর সমুদ্রে শুরু হয়েছে নিম্নচাপ, এ নিম্নচাপ শেষ না হলে জেলেরা সাগরে যেতে পারবেন না। ইতিমধ্যে যাত্রা শুরু করলেও তাদের মধ্যে অনেকে উপকূলে ফিরেছেন। আবার অনেকে জীবনবাজি রেখে সাগরে গেছেন। ছোট পাথরঘাটা এলাকার জেলে মনির, বিএফডিসি ঘাটের জেলে ইলিয়াস, কালামসহ একাধিক জেলে জানান, একদিকে করোনা মহামারী, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরিবারগুলোতে হাহাকার শুরু হয়েছে। গত বছর সাগরে মাছ কম ধরা পড়েছে। মহাজনের কাছ থেকে দাদন নিতে নিতে এখন তারাও নিঃশ্ব হয়ে গেছেন। এ নিষেধাজ্ঞার আগে যখন সাগরে যান তখন মনে হয়েছে মাছের মধ্যে করোনা শুরু হয়েছে। কারণ, সাগরে মাছ নেই বললেই চলে। এখন আবার শুরু হয়েছে নিম্নচাপ। সবাই মাছ শিকার করতে গেলেও তাদের মধ্যে অনেকে উপকূলে ফিরে এসেছেন। এভাবে চলতে থাকলে তাদের ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর দান ট্রলারের মালিক মো. আবুল হোসেন ফরাজী জানান, জৈষ্ঠ্য মাসের শেষের সময় থেকে শুরু হয় ইলিশ আহরণের মৌসুম, চলে আশ্বিন মাস পর্যন্ত। এর মধ্যে ৬৫ দিনের মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞাও শেষ হয়েছে। এ নিষেধাজ্ঞা কোনোভাবে পার করলেও সাগরে শুরু হয়েছে নিম্নচাপ। তার তিনটি ট্রলার রয়েছে। এর প্রত্যেকটি ট্রলারের জন্য তার ২ থেকে আড়াই লাখ টাকার বাজার করতে হবে। এর আগে একে তো সাগরে জালে ইলিশ ধরা পড়েনি।
শিরোনাম
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
নিষেধাজ্ঞা শেষ, তবুও সমুদ্রযাত্রা অনিশ্চিত উপকূলের জেলেদের
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর