বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

লক্ষীপুরে সেবাবঞ্চিত রোগী

লক্ষীপুর প্রতিনিধি

লক্ষীপুরে সেবাবঞ্চিত রোগী

লক্ষীপুর সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের কাক্সিক্ষত সেবা মিলছে না। একই সঙ্গে সরকারি ওষুধ না পাওয়াসহ চিকিৎসা নিতে আসা অন্য রোগীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রোগীর স্বজনরা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এমন অভিযোগ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন করোনা প্রতিরোধক ইনজেকশন সাপ্লাই নেই, এ ছাড়া অন্যসব সরবরাহ করা হচ্ছে। জানা যায়, করোনা আক্রান্ত রোগীদের নিবিড় পরিচর্যার জন্য লক্ষীপুর সদর হাসপাতালে ৩০ বেডের একটি ইউনিট নির্ধারণ করে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে ওই ইউনিট রোগীতে ভর্তি রয়েছে। একই হাসপাতালের অন্য পাশে এ পর্যন্ত ৩৭ জন আইসোলেশনে ভর্তি আছেন। এমন প্রেক্ষাপটে চিকিৎসক ও নার্সরা এসব রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। এদিকে করোনা ইউনিটে গিয়ে দেখা যায় আক্রান্ত রোগীরা অক্সিজেন নিচ্ছেন সবাই। তাদের সেবায় নিয়োজিত রয়েছেন স্বজনরা। এ সময় করোনা আক্রান্ত রোগী রাজিয়া বেগমের সন্তান মাওলানা সোহেল ও সালেহা বেগমের সন্তান ইস্রাফিলের সঙ্গে আলাপকালে তারা অভিযোগ করেন, নাম মাত্র সরকারি হাসপাতালে আক্রান্তদের ভর্তি রাখা হয়েছে। এ হাসপাতালে ব্যথার ওষুধ নাপা থেকে শুরু করে সব বাইরে থেকে কিনতে হয়। এ ছাড়া করোনা প্রতিরোধক একটি ইনজেকশন ১৮০০-২২০০ টাকা করে বাইরের ফার্মেসি থেকে কিনে আনছেন বলে জানান তারা। নিন্ম আয়ের মানুষ হিসেবে তা কেনা কষ্টকর উল্লেখ করে বিড়ম্বনা আর ভোগান্তির শেষ নেই বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এসব স্বজনরা। এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত বয়োবৃদ্ধরা আসলে তাদের ভর্তি না করে বাড়িতে ও প্রাইভেটে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সর্বশেষ খবর