রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বিকল্প সাঁকো ভেঙে দেওয়ায় দুর্ভোগে কয়েক হাজার মানুষ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বিকল্প সাঁকো ভেঙে দেওয়ায় দুর্ভোগে কয়েক হাজার মানুষ

পাথরঘাটায় ব্রিজের কাজ শেষ না হতেই বিকল্প কাঠের সাঁকো ভেঙে দেওয়ায় দুই ইউনিয়নের বাসিন্দাদের পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ও চরদুয়ানী ইউনিয়নের কয়েক হাজার মানুষ এ সাঁকো দিয়ে চলাচল করেন। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, ব্রিজের কাজ শুরুর সময় কাঠের সাঁকোটি ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি খরচে করে দেয়। নিয়মানুযায়ী ব্রিজ নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত সাঁকোটি থাকার কথা। কিন্তু তার আগেই বিকল্প সাঁকো ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দা অমল তালুকদার বলেন, ‘পূর্ব ঘোষণা ছাড়া এবং ব্রিজের কাজ শেষ না হতেই বিকল্প সাঁকো ভেঙে ফেলা দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ ঠিকাদারের প্রতিনিধি মিরাজ আকন বলেন, ‘আমি ভাঙার অনুমতি নিয়েছি। এ সাঁকোটি আমরাই করেছি। সঙ্গে কথা ছিল ব্রিজের কাজ শেষ হলে এটা নিয়ে যাব। কাজ শেষ হওয়ায় আমি সাঁকো ভেঙে রেখে দিয়েছি।’ পাথরঘাটা উপজেলা ইঞ্জিনিয়ার চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘ব্রিজের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। বিকল্প কাঠের সাঁকোটি কেন ভাঙা হলো জানি না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর