বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বেড়িবাঁধে ভাঙন, হুমকিতে মাতামুহুরী নদীতীরের মানুষ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বেড়িবাঁধে ভাঙন, হুমকিতে মাতামুহুরী নদীতীরের মানুষ

চকরিয়ায় মাতামুহুরী নদীতে বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ও নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। স্থানীয়রা ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া থেকে পৌরশহরের পশ্চিম দিগরপানখালী পর্যন্ত নদীর বেড়িবাঁধের অধিকাংশ স্থানে শুরু হয়েছে ভাঙন। এক নম্বর বাঁধ এলাকায় বন্যার সময় ভাঙন দেখা দিলে এলাকাবাসী বালুর বস্তা দিয়ে কোনোভাবে বাঁধ রক্ষা করেন। পানি কমার পর আবারও সেখানে ভাঙন শুরু হয়। একইভাবে পৌরসভার বাটাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মাতামুহুরী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে এ এলাকার ছয়টি ঘর নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বাটাখালী ব্রিজের সংযোগ সড়ক।

সর্বশেষ খবর