রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

১৫ ও ২১ আগস্ট হামলার ঘটনা একই সূত্রে গাঁথা : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, পাকিস্তানি প্রেতাত্মারা জাতির পিতাকে সপরিবারে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করে। খুনিরা ভেবেছিল দেশকে পাকিস্তান বানাবে কিন্তু পারেনি। বঙ্গবন্ধুবিহীন দেশকে তাঁর কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে পরিচালিত করছে দেখে ঘাতকরা তাকে নিশানা করে। সে কারণে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। গতকাল বিকালে নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় আওয়ামী লীগের আলোচনা সভায় ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রেনেড হামলায় আহত শামীম সেই দিনের স্মৃতিচারণা করে বলেন, সেদিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। নেত্রী মাত্র বক্তব্য শেষ করলেন, মুহূর্তের মধ্যে বঙ্গবন্ধু এভিনিউ যেন মৃত্যুপুরী হয়ে উঠল। আজও শরীরে স্পি­ন্টার বয়ে বেড়াচ্ছি। উপমন্ত্রী শামীম আরও বলেন, বিএনপি-জামায়াত দেশবিরোধী মহাপরিকল্পনা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তবে তারা সফল হয়নি, সফল হবেও না। বাংলার মাটিতেই তাদের বিচার হবে। বিএনপি-জামায়াতকে এ দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি-জামায়াতের অরাজকতার কথা এদেশের মানুষ কখনো ভুলে নাই।        -শরীয়তপুর প্রতিনিধি

 

গাড়ি ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

লুণ্ঠিত পিকআপ উদ্ধার

গাজীপুরে বাসার মালামাল স্থানান্তরের কথা বলে ভাড়া নেওয়া গাড়ি ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হাফিজুর রহমান ওরফে রানা, ফিরোজ ওরফে কেরানি, এরশাদ ওরফে সাবু, আকাশ ওরফে রানা ও নয়ন মল্লিক। তাদের থেকে লুট হওয়া একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। চক্রটি গাড়ি ছিনতাই করে যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেন। গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জাকির হাসান গতকাল তথ্য জানান। তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে এরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ভাড়া বাসার মালামাল স্থানান্তরের কথা বলে একটি পিকআপ ভাড়া করেন। রাত ১২টার দিকে পিকআপটি মহানগরের কাশিমপুর তেতুইবাড়ী এলে ডাকাত দল চালক রাকিব হোসেন ও হেলপার সাদ্দামকে মারধর করে পিকআপটি নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই কাশিমপুর থানায় মামলা হয়। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচজনকে গ্রেফতার ও পিকআপটি উদ্ধার করে।       -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর