সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৪৮ বছর ধরে বাঁশের সাঁকোয় পারাপার

সাতক্ষীরা প্রতিনিধি

৪৮ বছর ধরে বাঁশের সাঁকোয় পারাপার

স্বাধীনতার ৫০ বছরেও সাতক্ষীরার কলারোয়া উপজেলার রায়টা বাজারের বেতনা নদীর ওপর সেতু নির্মাণ হয়নি। হেলাতলা ইউনিয়নের কোঠাবাড়ী ও কুশোডাঙ্গা ইউনিয়নের সংযোগ রায়টা বাজারে যাওয়ার একমাত্র পথ বেতনা নদীর ওপর ৪৮ বছর ধরে বাঁশের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শত শত মানুষ। ১৯৭৩ সালে এখানে প্রথম নির্মিত হয় সাঁকো। তখন থেকে হেলাতলা ও কুশোডাঙ্গা ইউনিয়নের মানুষের জন্য সেতুবন্ধ হিসেবে কাজ করছে সাঁকোটি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে এলাকার মানুষকে রায়টা বাজারে যেতে হয় ঝুঁকিপূর্ণ এ সাঁকো দিয়ে। বাঁশের সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনায় অনেকে হাত-পা ভেঙে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অথচ চার  যুগেও এখানে নির্মাণ হয়টি একটি পাকা সেতু। কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম জানান, সেতুটি নির্মাণে স্থানীয় এমপি বা সংশ্লিষ্ট প্রশাসনের তেমন কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীকে দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীদের দাবি অতিদ্রুত বেতনার ওপর একটি সেতু নির্মাণের।

 

সর্বশেষ খবর