বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শোক দিবসের সভায় হামলা ভাঙচুর

মাদারীপুর ও সাভার (ঢাকা) প্রতিনিধি

শোক দিবসের সভায় হামলা ভাঙচুর

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে আওয়ামী লীগের ছয়জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। তাদের কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালকিনি পৌরসভার পাঙ্গাশিয়া এলাকার রেজিস্টার অফিসের সামনে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে, ঢাকার সাভারে কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে আবারও হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি ঘটেছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আয়োজকদের পক্ষ থেকে দায়িত্বশীল কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। গতকাল বিকালে আশুলিয়ার বাইপাইল এলাহী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এর আগে ১৫ আগস্ট জাতির পিতার শাহাদাতবার্ষিকীতেও আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে খাবার নিয়ে হুড়োহুড়িতে ইউপি চেয়রাম্যানসহ চারজন আহত হন। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘আমরা গেছিই পাঁচ-সাত জন পোলাপান। প্রোগ্রাম শ্যাষ, খাবার লইয়া গ্যাঞ্জাম লাগছে। আমাগো পোলাপান ওই জায়গায় আছিল, পরে চইলা আসছে। পরে জানি কারা কারা মারামারি করছে। ওই সময় চেয়ার-মেয়ার ছুড়ছে। তবে কেউ আহত হয় নাই। ওইখানে মনে করেন যে কেউ কাউরে চেনে না। এই হলো ঘটনা।’ অনুষ্ঠানে উপস্থিত ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহ্বায়ক মহসিন করিমকে অনেকবার ফোন করলে তিনি ধরেননি। অনুষ্ঠানের প্রধান বক্তা সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন জানিয়ে ফোন কেটে দেন।

সর্বশেষ খবর