দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ফসলের খেতে পোকামাকড় ও রোগবালাই দমনে বসানো হয়েছে ‘আলোক ফাঁদ’। এতে কমেছে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার। ফলে খরচ কমছে কৃষকের। ফসল থাকছে অনেকটা বিষমুক্ত। গত বৃহস্পতিবার কাহারোল উপজেলার ১৮টি ব্লকের খেতে শুরু হয়েছে আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম। ‘আলোক ফাঁদ’ ব্যবহারে চাষাবাদে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি ভালো ফলন হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। তাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। আমন ধানসহ ফসল চা?ষে স্বল্প খরচে পরিবেশবান্ধব ‘আলোক ফাঁদ’ ব্যবহারে ব্যাপক সফলতা এনে দেবে। কৃষি বিভাগ জানায়, আমন ধানের খেতের আইলে কোথাও পানিভর্তি পাত্রে, কোথাও কাগজের ওপড় আলো জ্বালিয়ে ক্ষতিকর বিভিন্ন পোকা ধরছেন। কৃষকরা নিজে জমিতে এ পোকার উপস্থিতি দেখে তা দমনে কোন ওষুধ প্রয়োগ করতে হবে- তা সহজেই নিরূপণ করতে পারছেন। এতে কৃষকদের খরচ অনেকটা কমে আসছে। বৃদ্ধি পাচ্ছে ধানের উৎপাদন। ধান খেতে আলোক ফাঁদে উপকারী পোকার মধ্যে ড্যামসেল ফ্লাই ও মাকড়সা এবং ক্ষতিকর পোকার মধ্যে মাজরা পোকা ও সবুজ পাতা ফড়িংয়ের উপস্থিতি পাওয়া যায়। এ পদ্ধতির মাধ্যমে ধানের উপকারী পোকা সংরক্ষণ এবং ক্ষতিকর পোকা দমনের ব্যবস্থা নেওয়া হয়। কাহারোল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রান্তিক কৃষক দীনেশ চন্দ্র রায় বলেন, উচ্চমূল্যের কীটনাশক ব্যবহার করে ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনে প্রচলিত পদ্ধতির পরিবর্তে নামমাত্র খরচে ‘আলোক ফাঁদ’ ব্যবহারে সুফল পাচ্ছেন চাষিরা। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, ধান খেতে ব্লাস্ট ও কারেন্ট পোকা প্রতিরোধের জন্য কৃষকদের মধ্যে লিফলেট, প্রেসক্রিপশন বিতরণ করা হচ্ছে। দলীয় আলোচনা সভার মাধ্যমে কৃষকদের আলোক ফাঁদের উপকারিতা সম্পর্কে অবহিত করা হচ্ছে। আলোক ফাঁদ প্রযুক্তি পরিবেশবান্ধব এবং অর্থসাশ্রয়ী। এতে চাষিরা নিজেরাই ক্ষতিকর ও উপকারী পোকা শনাক্ত করে ক্ষতিকর পোকামাকড় দমনে ব্যবস্থা নিতে সক্ষম হবেন বলেও আশা করেন তিনি।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত