শিরোনাম
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বন্ধ জুটমিল থেকে পরিত্যক্ত মেশিনারিজের পার্টস চুরি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। এ সময় ৮-১০ জনের একটি দুষ্কৃতকারী দল পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি। এ সময় আবদুল হান্নান ও জুয়েল নামে দুই দুষ্কৃতকারীকে গ্রেফতার ও কবির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা, একটি ধারালো দা, তিনটি মোবাইল ফোন ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ মালামাল জব্দ করা হয়েছে। গতকাল ভোরে নাসিক সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রামস্থ বন্ধ মনোয়ারা জুটমিল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার ও একজনকে আটক করা হয়েছে।    

-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

উপজেলা উপনির্বাচনে জয়ের পথে শুসেন চন্দ্র শীল

ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুসেন চন্দ্র শীল। গত ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকাল ৫টা পর্যন্ত শুসেন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। যাচাই-বাছাই শেষে সব ঠিক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর বিনা প্রতিদ্ধন্ধিতায় তাকে নির্বাচিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী। শুসেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ফেনী জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।   

-ফেনী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর