রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্যতিক্রম আয়োজনে এমপি জনতার কথা শুনলেন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ব্যতিক্রম আয়োজনে এমপি জনতার কথা শুনলেন

বুদ্ধি প্রতিবন্ধী স্বামী ও দুই মেয়েকে নিয়ে সংসার সমিতা দাসের। বাড়িতে সেলাইয়ের কাজ করে মেয়েকে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করিয়েছে। ছোট মেয়েও পড়ছেন অনার্সে। স্বামীর ভিটেতে ঘর বলতে এক চালা একটি টিনের ঘর, তাও ভাঙ্গাচোরা। সামান্য বৃষ্টিতেই ঝংয়ে খাওয়া টিন দিয়ে পানি ঝড়ে। ভিটেতে ভালো ঘর নেই, তাই মেয়ে বিয়ে দিতে পারছেন না তিনি। তার এমনই করুণ চিত্রের কথা জানালেন সরাসরি এমপিকে জানালেন সমিতা দাস। এমপি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেন এবং সমিতাকে একটি ঘর দেওয়ার আশ্বাস দেন। গতকাল গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মুখোমুখি দাঁড়িয়ে ‘জনতার কথা’ শুনতে চাই, বলতে চাই নামের এক ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি ইকবাল হোসেন সবুজ সাধারণ মানুষের কথা শুনেন, কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান দেন এবং কিছু সমাধানের আশ্বাস দেন। এলাকার নানা সমস্যা অভিযোগ নিয়ে এমপির সঙ্গে খোলামেলা আলোচনা করবেন। এমপি’র সঙ্গে সরাসরি কথা বলবেন, তাদের কথা এমপি শুনবেন, দিবেন সমাধান, তাই সকাল থেকেই দূরদূরান্ত থেকে বিদ্যালয়ের মাঠে আসতে থাকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। মাঠের অধিকাংশ জুড়ে প্যান্ডেল দিয়ে সাজানো হয়। প্যান্ডেলের মাঝামাঝি অংশে চার-পাঁচটি সারিবদ্ধ টেবিলে অনুষ্ঠানের অতিথি ও সামনে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের বসার স্থান নির্ধারণ করা হয়েছে। বেলা ১১টার আগেই বিদ্যালয়ের মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে।

 

সর্বশেষ খবর