বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মায়ের পর এক ছেলের মৃত্যু

দুই সন্তান নিয়ে বিষপান

সুনামগঞ্জ প্রতিনিধি

মায়ের পর এক ছেলের মৃত্যু

সুনামগঞ্জের শাল্লায় অভাব-অনটন আর পারিবারিক কলহের জেরে দুই ছেলেসহ বিষপানে গৃহবধূ আঁখির (২৬) মৃত্যুর এক দিন পর তার ছোট ছেলেও মারা গেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মৃত্যু হয় রবিউলের (৫)। শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পারিবারিক কলহে গত সোমবার আঁখি দুই ছেলেকে নিয়ে বিষপান করেন। ওই দিন সিলেট নেওয়ার পথে আঁখির মৃত্যু হয়। তার দুই সন্তানকে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় সিলেটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ছোট ছেলে রবিউল মারা যায়। আঁখি শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী। বিষপানে অসুস্থ আরেক ছেলের নাম সিয়াম মিয়া (৭)। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে হাওরে মাছ ধরতে যান শামসুল হক। দুপুরে বাড়ি ফিরে দেখেন স্ত্রীসহ তার দুই সন্তান মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে। এ সময় সন্তানরা জানায় তাদের বিষ খাওয়ানো হয়েছে। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোক এসে তাদের হাসপাতালে নিয়ে যান। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমনকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ বিষ খাওয়া নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত কর্মকর্তারা আশা করছেন শিগগিরই বিষ খাওয়ার বিষয়ে সব কিছু জানতে পারবেন।

সর্বশেষ খবর