গাজীপুরের টঙ্গীর ফুটপাথে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও বাজার। এতে চলাচলে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। থানা ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় এমনটা হচ্ছে বলে জানান স্থানীয়রা। ফুটপাথ দখল করে বাজার গড়ে ওঠায় মানুষ ঝুঁকি নিয়ে হাঁটছে সড়ক দিয়ে। কেউ দেখার নেই। একটি চক্র ফুটপাথ থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে। এর একাংশ স্থানীয় দলীয় নেতা-কর্মী ও পুলিশের পটেকে যাচ্ছে।
সরজেমিন ঘুরে জানা যায়, টঙ্গীর গুরুত্বপূর্ণ ফুটপাথ এখন বেদখল। চলাচলের পথ বন্ধ করে দোকান ও বাজার বসিয়ে মানুষের দুর্ভোগ তৈরি করছে একটি চক্র। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার মিতালি পাম্প থেকে শুরু করে আবদুল্লাহপুর, সাবেক টঙ্গী পৌরভবনের সামন, কলেজ গেট, স্টেশন রোড, গাজীপুরা, সাতাইশ, কালীগঞ্জ সড়কে টিঅ্যান্ডটি বাজার, মিরের বাজারসহ বিভিন্ন স্থানে সড়ক দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও বাজার। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলছেন, দখলদাররা পুলিশকে মোটা অঙ্কের মাসোয়ারা দিয়ে দোকান বসিয়ে লাখ লাখ টাকা চাঁদা তুলছে আর মানুষ দুর্ভোগ পোহচ্ছে। তবে পুলিশ কর্তৃপক্ষ ফুটপাথ থেকে চাঁদা নেওয়ার বিষয় অস্বীকার করেন। এ ব্যাপারে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মো. ফয়জুল ইসলাম বলেন, ‘ফুটপাথে দোকান বসলে মানুষের চলাচলে একটু কষ্ট হয়। আমরা দোকান সরিয়ে দেওয়ার পর আবার বসে। এখানে থানা পুলিশ, সিটি করপোরেশন ও স্থানীয় নেতা-কর্মীর বিষয় রয়েছে। আমরা দেখছি কীভাবে ব্যবস্থা নেওয়া যায়।’