রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নদীভাঙন থেকে রক্ষার দাবি

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার চর ডুমুরিয়া গ্রাম মধুমতি নদীর অব্যাহত ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে মধুমতি নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কয়েকশ’ নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান, ইবাদত মোল্লা প্রমুখ।

সোহরাফ মোল্লা, মান্নান মোল্লা, নজরুল মোল্লা, জুয়েল শেখ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১০ বছর ধরে মধুমতি নদীর অব্যাহত ভাঙনে চর ডুমুরিয়া গ্রামের ব্যাপক ফসলি জমি ও কয়েক শ’ বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অথচ এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডসহ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এভাবে অব্যাহত ভাঙন চলতে থাকলে চর ডুমুরিয়া গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। ইতিমধ্যে একাধিক পরিবার শেষ সম্বল ভিটামাটিটুকু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন। নদীর ভাঙন রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

সর্বশেষ খবর