বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ দুজন নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ বনিউল আলম বিপু (৩৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সলঙ্গা-ঘুড়কা আঞ্চলিক সড়কের বাসুদেবকোল ভুরভুরিয়া বিল এলাকায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে সলঙ্গা থেকে ঘুড়কা যাচ্ছিলেন বিপু। পথে বাসুদেবকোল ভুরভুরিয়া বিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যান তিনি। এতে পানিতে ডুবে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কে ফতুল্লার কাশিপুরে বাসের ধাক্কায় শোয়াইব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন আহত হন। নিহত শোয়াইব (২০) ফতুল্লার ইসদাইর এলাকার আবু মঈনের ছেলে। আহত ব্যক্তিকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

-প্রতিদিন ডেস্ক

 

গ্রিল ভেঙে আসামির পলায়ন দুই পুলিশ প্রত্যাহার

দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়েছেন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ঘটনায় থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এএসআই কে বি এম শাহারিয়ার ও কনস্টেবল সাবিনা ইয়াসমিনকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। দিনাজপুর পুলিশের ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশসূত্রে জানা যায়, পরোয়ানার আসামি মোকারুল ইসলামকে সোমবার দিবাগত রাতে পার্বতীপুর উপজেলার ভবানীপুর থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে হস্তান্তর করা হয় পার্বতীপুর মডেল থানায়। গতকাল সকাল ১০টার দিকে মোকারুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানার জানালার তিনটি গ্রিল ভেঙে পালিয়ে যান। পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর জানান, পুলিশের আগোচরে আসামি হাজতখানার পাশের দরজার তালা ভেঙে স্টোররুমে প্রবেশ করেন। পরে স্টোররুমের গ্রিল কেটে পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

-দিনাজপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর